মেঘলা আকাশ ডাকছে হঠাৎ
এলো বুঝি বৃষ্টি।
বিজলী আলোয় রাতের আঁধার
কেপে ওঠে দৃষ্টি।
নিরব পথের সরব বেদনা
ধুয়ে নিলো জল।
শ্রাবনে প্রকৃতি পসরা সাজিয়ে
শুধু করে ছল।
মনের গোপন স্মৃতির মালায়,
নিশি হলো ভোর।
ভাবনা বিলিন স্মরণ খেলায়,
স্রষ্টা খোল দোর।