কদিন ধরে কাদঁছে আকাশ,
মন ভালো নেই তার।
নীলের মাঝে ক্ষোভের প্রকাশ,
মুখটা করছে ভার।
নিরব শ্রোতা আষাঢ়ে বাতাস,
অঝোরে ঝড়ছে জল।
কদম ফোটা অলস সময়,
ডাকছে ব্যাঙের দল।
শাপলা-শালুক ঝিলের মাঝে,
উফশী রোপা আমন।
আঁধার কালো দিনের আলোয়,
বুনছে চারা বামন।
ব্যস্ত কৃষক পাটের জাগে,
আউশ উঠবে ঘরে।
স্যাঁতস্যাঁতা ভাব মাঠে-ঘাটে,
বাউল গানের স্বরে।
বর্ষা কালের জানান দিলো,
প্রকৃতির এই ছবি।
উদাস মননে প্রেম পিপাসি,
বাঙলার সব কবি।