না আজ কবরে যাবো না।
বাবা দিবস বলে বাবার কাছে যেতে হবে এটা কোন নিয়ম!
আমি নিয়ম ভাঙ্গার সৈনিক, আমি না হয় ছেলের কাছেই যাবো।
-বৃদ্ধাশ্রমে বসে যারা ভাবছে সে কথা,
আজ নাহয় সেই হতভাগাদের কথা ভেবে-
গুন’দা আর রুদ্র’দার জন্মদিনটা পালন করা হলো না।
তৃষিত রৌদ্রময় দিনের শেষে অনাকাঙ্খিত বৃষ্টিজল,
দেহ ছুঁয়ে যাবে তবে, খুঁজে পাবেনা তৃপ্ততার সাধ।
ত্যাগের ব্রত নিয়ে আমি না হয় সন্ধ্যা হতে নিশির অন্ত পর্যন্ত-
নিজেকে বিলিয়ে দেবো অন্ধকারে।
সাদা কালো মেঘের সাথে, চাঁদ-তারার সাথে লুকোচুরি খেলে,
কাটবে জীবনের নির্ঘুম আরো একটি রাত।
কাল আর এদিনের ভালোবাসার মূল্য থাকবেনা সমাজের কাছে,
মূল্যবোধ বেচা-কিনা হবে আলোর আড়ালে,যান্ত্রিক বাস্তবতায়।
স্বার্থপর সময় আজ-কে ইতিহাস করবে আগামীর জন্য,
আমি সে শ্রোতে গা ভাসিয়ে মিশে যাবো, বিলিন হবো কালের গর্ভগৃহে।
সেখানে কারো জন্মে কিংবা দিবসীতে, পিতা কিংবা সন্তান হয়ে আবার আসবো ফিরে।
বারেবারে, বিচিত্রতায়...