আল্লাহ্ তোমায় খুঁজতে গেলাম মসজিদে মসজিদে,
গোরস্থানে যেয়ে দেখি সবাই তোমারে খোঁজে।
কোথায় গেলে পাবো তোমায়, কোথায় তুমি সাঁই ?
নিরব রাতে খুঁজি তোমায়, কোথাও তুমি নাই!
লা-ইলাহা জিকির তুলে ডাকছে তোমায় সবে
আজকে তুমি দেওনা কথা, কবে অামার হবে।
পথে পথে ফকির তোমায় বিক্রি করে খায়,
মসজিদের ইমামও করে, নেই কোন উপায়!
তুমি যদি হাকিম হও, হুকুম করো কারে?
অন্যায় আর অনাচারে দেশটা গেছে ভরে।
মুখোশের আড়ালে সবাই করছে অভিনয়,
খোদা তোমার কেমনে বলো; এত কিছু সয়!
আশেক আর মাশেকে রাসুল; শিয়া-সূন্নী রীতি,
সবার মাঝেই এক আল্লাহ্, তুমিই সবার ভীতি।
নিরাকারের প্রেম সুন্দর; সম্প্রীতি জাগে মনে,
মানবতার ডাকে খোদা, এসো আমার সনে।