পথে পথে ভালোবাসা খুঁজি,
মেঘের আড়ালে খুঁজি চাঁদ।
নিথর আঁধারে তারা খুঁজি,
আকাশে-বাতাসে মায়া ফাঁদ।
ভাবনারা দোলা খায় মনে,
অজানা-অচেনা সুর ভাসে।
গোপন যাতনা জাগরণে,
কেটে যায় রাত, ভোর আসে।
তবে নিরাকার অনুভূতি,
বাসনার বক্ষে কেঁদে মরে।
চাওয়া-পাওয়া চাতকিনী,
আশা মেটেনি কিরণ তরে।