কালে কালে আমি আসিব ফিরিয়া
বঙ্গবাসীর দেশে।
যুগে যুগে আমি চিনিব জানিবো
রঙ বেরঙয়ের বেশে।
বার বার আমি তুলিবো কাঁপন
বিশ্ব ভূবন জুড়ে।
পথে পথে আমি নিশান উড়াবো
সাম্য গানের সুরে।
ভয় ভয় করে মরেছে ভীরুরা
কাপুরুষ বলি তারে।
জয় জয় করে জেগেছে তরুরা
বীরেশ্বর বলে যারে।
যেথা-সেথা আজ লাশের মিছিল
বিবস্ত্র মানবী রোজে।
কত শত আজ বুভুক্ষা ঘুরছে
বাঁচার আশ্রয় খোঁজে।
বাংলা আমায় দিয়েছে অনেক
শোধাতে হবে যে ঋন।
কসম মায়ের, নাচাঁবো সবারে
আমার হাতেই বীণ।