সূর্য ঢাকে,
মেঘের ফাঁকে,
আলো-আঁধারের খেলা।
জীবন বাঁকে,
ঘূর্ণী পাঁকে,
দুঃখ-সুখের মেলা।
আকাশ মেলে,
বাতাস খেলে,
ভাবনা চৈতন্যময়।
যাচ্ছে চলে,
স্বপ্ন ছলে,
কাটছে শুধু সময়।
বৃষ্টি আসে,
হৃদয় ভাসে,
ভেজায় তপ্ত দেহ।
সৃষ্টি রসে,
স্রষ্টা হাসে,
গ্লানি ভোলায় মোহ ।