সূর্য প্রতিদিন ওঠে,
রাত প্রতিনিয়ত আসে।
খবরের কাগজে ছাপা হয় অসঙ্গতি।
কার কি আসে যায়? কে নেবে কার দায়!
প্রজাতন্ত্রের চাকর গুলো মালিকের ভূমিকায়।।
কুকুর মনুষ্য খোলসে,
পশু পুরুষোচিত রুপে।
স্বাধীনতা ফুটপাতে করছে দাপাদাপি।।
সারাদেশে রক্ত হলি, আর কত বলি?
সহ্যের বাঁধ ভেঙেছে, এবার পাল্টা আঘাত তুলি...