কাম ক্ষুধাতে জেগেছে পশু, মনের মাঝে ক্ষয়,
নির্মম ওই হিংস্র দানব; আজও সমাজে ভয়।
কায়া সঙ্গ; গোপন অঙ্গ, জ্বালায় চুপিসারে,
বাংলার মাটি আজও ঘাটি; দেশদ্রোহীর ভারে।
মানুষ রুপি অমানুষ গুলো সমাজে গেছে মিশে!
অন্ধ আইনের বয়রা পতি, হুঁশ হবে তার কিসে?
কালে কালে ওই বিদেশি, ধর্ষিত করে মাকে!
কোথায় বলো চিৎকার করি; ব্যথা দেখাই কাকে?
আজকে আমাদের গড়ন ভিন্ন; স্বভাবে প্রাচ্যের ভাব,
গায়ে মাখিনা কোন কিছু-ই কেবল খুঁজি লাভ!
দেশ প্রেমিক সেই শিশু গুলো ষাঁড়ের মত চেঁচায়,
চেঁচানির শ্রোতা মাইক ও বাতাস; কার কি আসে যায়?
সরকার এখন নিয়েছে ভিশন, বিরোধী দলও ট্যারা,
জনগণ কেবল পরছে বিপাকে, জাতার কলের প্যারা।
আজব দেশের আজব আমরা; আজব আমাদের মন,
আর কত নারী বিবস্ত্র হলে; জাগবে তার দহন?
পাকিস্তানী বর্ববরতা ফের নতুন করে আজকে জানায়,
নরপশু খুঁজবো কেন…দগ্ধ বিবেক হৃ্দশুন্য তা কি মানায়?