এ পৃথিবী বড় নিষ্ঠুর...
এখানে মিথ্যাচারীর ভয়ে ন্যূব্জ হয় সত্যর মাথা।
প্রতিবাদ বুকে নিয়ে জন্ম নেওয়া ফসল গুলো,
বেড়ে ওঠার আগেই কেটে নেয় ওরা, বিজন্মা চাষা।
ওরা জ্ঞানপাপী, মেধা বিকিয়ে চলে,
অন্যের ভালোতে জ্বালা পোড়া করে দেহ,
আর কেহ স্বার্থহীন ভালাবাসা খুঁজে ফিরে...
অমূল্য ভালোবাসা বিপ্লবী হয়ে জ্বালায় আগুন,
ধ্বংস করে দেয়, লন্ড ভন্ড হয় অহংকারে সম্মানের পাহাড়।
মুখ থুবড়ে পরে তারুণ্যর শক্তির কাছে,
নিলর্জ্জের বেহায়া উক্তি গুলো পাল্টা আঘাত হানে।
তবুও ওরা বেমালুম ভুলে যায়...
মৈত্রী, সম্প্রতি, মানবতা কবিতা।