একটু ঘুমাও,
সোনার ময়না,
আমার প্রানের পাখি।
স্বপ্ন ভেলায়,
মাতবে খেলায়,
যদি বন্ধ করো আঁখি।।
জোছনা মুখর,
সেজেছে আকাশ,
পূর্ণ চাঁদের আলো।
খুকুর কপালে,
আঁধার তিলক,
ঘুম নিয়ে রাত এলো।
সকাল হলেই
নানীর বাড়িতে
বেড়াতে তোমায় নেবো।
না হয় পাড়ার
দোকান খুললে
চকলেট কিনে দেবো।
ঘোড়ার ডানায়
উড়ছে পরীরা
খেলনা অনেক আছে।
বইছে বাতাস
পাতাল পুরীর
আসছে যাদুর কাছে।