সময়ের রেল গাড়িটা ছুটে চলে অবিরাম,
জীবনের ইস্টিশনে ক্ষনিকের যাত্রী সবাই।
কখনো রেল ক্রসিং এ কাটে অপেক্ষার প্রহর
প্রকৃতির দুর্যোগের মতই আসে ভালোবাসা।
লন্ডভন্ড করে দেয় সিডর কিংবা নার্গিস হয়ে-
সেই ধ্বংস লীলায় আমি খুঁজে বেড়াই তোমাকে।
যাযাবর মন ছুটে যায়;পূর্ব থেকে পশ্চিম,
উত্তর থেকে দক্ষিণ-
এপার বাংলা থেকে ওপার বাংলায়।
শুধু একটি কবিতার খোঁজে,
বীর্য নির্গত যৌবনতার আস্বাদে।