শান্ত সুশীল বিকেলটা আজ
লাগছে অনেক ভালো।
সূর্য মলিন হারিয়েছে তেজ
লালচে হয়েছে আলো।
শীতের অভায় সরব পায়ে
বালুর পথটি ধরে।
হিমেল বাতাস লাগছে গায়ে
হাঁটছি নদীর পারে।
কুয়াশা মাদুরে আঁধার ঘিরে
গোধুলী করছে গ্রাস।
শিশির ফোঁটায় জমাট বাঁধে
সতেজ সবুজ ঘাস।
মাঝির গলায় ভাটির সুর
পালে লাগছে হাওয়া।
বাতাস স্রোতের মিলন মেলা
সামনে ছুটে যাওয়া।