আমি নষ্ট সমাজের;নগ্ন কলায়
নিত্য হারাই নিজেকে।
কষ্ট বুকে চেপে রেখে;মগ্ন চলায়
ছুটে চলেছি নরকে ।
ঘুমের ঘোরে আৎকে উঠি;চেয়ে দেখি
ডাকে আমায় আগামী।
নিজের ছায়া অদৃশ্য মায়া;চাপা ভয়
বিবর্ণ হও তুমি ।
চাতক চোখে ক্লান্তি আসে;ঘুম চায়
অবিরাম জেগে থাকা।
সময় তুলিতে বসন্ত কেটে যায়,
হয়না জীবন আঁকা।
অসমাপ্ত ক্যানভাসে ফ্রেম বন্দি,
বিলীন কালের ছবি।
পেন্সিল কিংবা কলমের আঁচড়ে ,
স্বপন আঁকবে কবি।
ঘামে ভেজা দেহে কেবল অস্থিরতা,
বিষন্ন মলিন মুখ।
নিরব শূন্যতার সরব হাহাকার ,
ভাবনায় খোঁজে সুখ।