আজকে কোথায় একাত্তর, কোথায় স্বাধীনতা?
স্যালুকাস এই বাংলাদেশে, কেনরে নিরবতা!
প্রশাসনতন্ত্রের পদতলে;গণতন্ত্র মরে-
রাজতন্ত্রের কসাঘাত সয়ে;কেমনে থাকি ঘরে?
আজকে কোথায় বঙ্গবন্ধু, কোথায় ঘোষক জিয়া?
শোষক গোষ্ঠীর নিপীড়ন দেখে, কোথায় রয়েছো গিয়া!
দেশের প্রশ্নে সবাই সমিল তবু কেন সাইনবোর্ড?
স্বার্থপরের রাজনীতিতে লোভীরাই বাঁধে জোট।
নজরুলের ওই গানের মত, জেগে ওঠ একবার
নবীন প্রবীণ সবাই জাগো, আমরাই দূর্বার।
ন‘মাস লড়াইয়ে স্বাধীন এদেশ রক্ত বৃত্তে আকাঁ।
কালের সাক্ষী বইয়ের পাতায় ইতিহাস হবে লেখা।।