হে আকাশ, তোমার মুখটা এমন কালো কেন?
-তোমার বুকে অকালের মেঘেরা সরব।
কষ্টের পল্লবে ভারি হয়ে ওঠা চোখ গড়িয়ে পরেছে কয়েক ফোঁটা জল।
যা যাযাবর দেহটাকে ছুঁতে না পারলেও
সবার অলখে স্পর্শ করেছে নিশিচর মনটাকে।
কিসের দুঃখ তোমার? অসময়ে মলিন হয়ে আছো !
ছোটবেলায় হারিয়ে যাওয়া ঋতুর মতই হীমেলকে ধোঁকা দিচ্ছো
নাকি প্রভাতে সোমা কিংবা দুপুরে প্রিয়া হবে
আধারের মনিকা হয়ে লুফে নেবে নিরবতাকে
আকাশনীলা তুমি কাঁদো, চিৎকার করে কাঁদো
বুক ভাটা আর্তনাদে অঝরে ঝড়াও জল
সেখানে আমি স্নান করবো,নিজেকে ধুয়ে নেবো
স্মৃতির ক্যানভাসে জমে থাকা ময়লা গুলো কিছুটা পরিষ্কার হবে
কাঁদছো না কেন তুমি ? তোমার কষ্ট হয়না ?
-মেঘবালিকার কথা না রাখা,
কিংবা ভুল বুঝে চলে যাওয়া।
তুমিও কি একাকিত্বতার আগুনে
প্রতিনিয়ত আমারই মত জ্বলছো।
না রাগে ক্ষোভে নিথর হয়ে গেছো বাতাসের মত
রাত্রির অপেক্ষা ভোরের,আঁধার অপেক্ষায় আলোর
আজ শুধু অপেক্ষার পালা, শুধুই অপেক্ষা.....