ভোর হলো ওঠো জেগে
দেখো নতুন সূর্যোদয়।
পাখি ডাকে ফুল ফোটে
আজ আলোটা তূর্যময়।
ষোল কোটি মুখ তোল
দেখো সোনার বাংলাদেশ।
প্রান খৃুলে উঠে হেসে
লাল সবুজে বিজয়ারেশ।
মায়া ভরা ছায়া ঘেরা
ভালোবাসা মোড়ানো আচল।
আর কত কাল বলো
নিরবে ঝড়বে লোনাজল।
আজ কাল এক দিন
জাগবে বাংলা নিশ্চয়।
সেই দিন দেখে নেবো
সাম্যের জয় না পরাজয় ।