আজকাল নিজেকে বড় বেশি একা একা লাগে ।
আমার ঘর-সংসার, অতীত-আগামি সব কিছুই আছে ।
তবুও প্রেমহীন শূন্যতা তাড়া করে ফেরে-
মাঝে মাঝে মনে হয় মহাশূন্যতায় দাড়িয়ে,
আমি এক শেকড়হীন।
-জানো, আমার জীবনটা এরকম ছিলোনা
আমিও সোনালী স্বপ্ন দেখতাম;সাজানো একটি বাগান,
ছোট্ট একটি দালান, লজ্জা রাঙ্গা বধু ।
-ওটা ছিলো রাতের স্বপ্ন
যা অন্ধকারেই মানায়, দিনের আলোতে বিলীন হয়।
-যখন বুঝতে পেড়েছি , তখন অনেক দেরি হয়ে গেছে।
কেটে গেছে আনেক গুলো বসন্ত,
টাইমমেশিনটা নিজেকে বেধে নিয়েছে নিয়মে।
সেদিন আর আজকের দিনটায় একটা মিল আছে জানো !
- সেদিনের মত আজো আমি রয়ে গেছি একা, বড় একা ।
বটতলার ছায়া আমার গায়ে সয়নি
গোধুলিরা অল্পতেই হাঁপিয়ে গেছে, রাতটা কখনোই অামার হয়নি ।
একলা পথিক একলাই রয়ে গেছি , ভীষণ রকম একা ।
-এই একাকিত্বতার ভেলায় ভেসে -
একদিন আজকাল ছাড়িয়ে ছুয়ে নেবো মহাকাল……