একবার নয় , দুইবার নয় ,
বহুবার আমি বলেছি-
আমি দুঃখকেই ভালোবেসেছি।
এইত সেদিন-
ফেলে আসা ছেলেবেলা,
সবে প্রষ্ফুটিত যৌবন , ভালোবাসা ভেবে
নিছক খেলায় মেতেছি
আমি দুঃখকেই ভালোবেসেছি।
আমাতেই অামি, ঘুরে ফিরে নীড়ে-
বারবার ফিরে এসেছি।
আমি দুঃখকেই ভালোবেসেছি।
মাঝে মাঝে স্বপ্ন বিলাসি হয়ে -
নীলিমার বুকে মিশেছি ।
আমি দুঃখকেই ভালোবেসেছি।
ভুল ফুল ভেবে কখনো, কখনো,
সময়ের সাথে ভেসেছি-
আমি দুঃখকেই ভালোবেসেছি।
কেননা, কেবল দুঃখই আছে
যে আমাকে ভালোবাসে
চাওয়াহীন নিস্প্রান চিরকাল ...