মাতাল হাওয়া
উতাল চাওয়া
বিষাদ জ্বালা দেহে।
নীলচে আকাশ
যৌবন তালাশ
অজানা সেই মোহে।
নিথর সময়
ছুটছে কোথায়
গোপন মালা জপ।
জ্বলছে আগুন
মনের ফাগুন
স্বপন হারা সব।
বাচাঁর নেশায়
অচিন আশায়
বিবেক পিশে মারি।
কঠিন জীবন
অসীম ভুবন
বাইছি ভুল তরী।
ভাবনা নিরব
লাগছে আজব
রহস্যময় ছল।
চোখের পাতায়
আবেগ খাতায়
ঝরছে লোনা জল।