হই হই রই রই সাজ সাজ রব,
ধর্মের ভেদ ভুলে মাতে উৎসব।
চারদিকে তাড়াহুড়া দোকানেতে ভীড়,
ঘরমুখো মানুষেরা ছুটে চলে নীড়।
লাল-নীল বাতিঘর পথে পথে আজ,
মুসলিম সনাতন মিলে মিশে রাজ।
কাশফুল ফোটে বনে শরতের হাসি,
সাদা মেঘ ভাসে মনে হিম হিম খুশি।
শিউলির গায়ে লাগে বাতাসের দোলা,
ঋতুরানী মেলে ধরে প্রকৃতির খেলা ।