শান্ত বিকেল সুশীল বাতাস,
উদাস করে মন।
ক্লান্ত অলস লালচে আকাশ,
গোধুলী আয়োজন।
ঝিরি ঝিরি ঝড়া বর্ষামালাও-
হঠাৎ গেলো রেগে।
গোমড়া মুখের কালচে আভায়,
তেড়ে আসলো বেগে।
কাদঁছে শরত হাওয়া এখন,
মাটিতে মিশে জল।
ক্ষোভের পাহাড় জমেছে ভীষণ ,
ভেঙ্গেছে মনোবল ।
সন্ধ্যা রাতের আঁধার কালোয়,
আমাবস্যার ভাগ ।
অন্ধ হৃদয়ে স্বপ্ন আলোয়,
হারায় যত রাগ।