নির্বাক রাতের গভীরে যখন ,
পরিপূর্ন নির্জনতা ।
পূর্নীমা চাঁদের আলোয় তখন ,
সাদা মেঘের মহোনীয়তা।
অপলক দৃষ্টিতে অদৃশ্য ছায়া,
বারেবারে ভেসে ওঠে মুখ।
সময়ের সৃষ্টিতে অজানা মায়া
যাযাবর খুজে ফেরে সুখ।
জোছনারা নিরবে পসরা সাজায়
বেদনারা হয় যে মধুর ।
জীবন ক্যাম্পাসে বাশরী বাজায়
কল্পিত সেই চেনা সুর।
থমকে যাওয়া বাতাসে ঝরছে-
দেখো গাছের মৃত পাতা ।
অপরূপা সজ্জি আকাশ বলছে-
আজ মনের না বলা কথা।