জোছনা মুখর আলোছায়ায়
মিছে খোজা চাঁদ।
আধাঁর রাতের মোহমায়ায়
প্রেম ছোঁয়া ফাঁদ।
রাতের পর রাত কাটে একা,
সাদা কালো খেলা।
চাওয়া পাওয়া হিসেব করে,
কাটে দেখো বেলা।
অচিন দেশের অচিন পাখি
তবু চেনা লাগে।
বাচাঁর নেশায় স্বপন দেখি
বুকে আশা জাগে।
অদৃশ্য ঘরের বেলকুনিতে
নিত্য ভাঙ্গা মন।
স্মৃতির পাতায় দাগ কাটছে
রাত্রি জাগরণ।
নীরব বাতাস সুশীল ভোর
সবে ওঠা রবি -
নিথর আকাশ সাক্ষী সময়
জেগে থাকা সবি।