আজ আমি এক অন্য কেউ,
বিষাদের ভাবনা ভুলে ।
আনমনে ভাবছি তোমাকে
সাজিয়েছি সমাধি ফুলে ।
কবি তুমি চির বিপ্লব,
বাঁশরীর অগ্নিবীণা।
তুমি মহাকাল ,অনন্ত-
বন্দনা, তুলনাহীনা।
শৃঙ্খল ভাঙ্গা চুরমার
তুমি জাগ্রত মমশির।
ললাটে অগ্নি দূর্বার
তুমি চির বিদ্রোহী বীর।
রক্তে মেশা প্রেম বাসনা,
সাম্যের মায়া বন্ধন ।
ধ্যন জ্ঞান স্বপ্ন সাধনা,
কান্ডারী নিরঞ্জন।