দিনের পরে দিন আসে যায়
ঘুম আসে না চোখে।
রাতের পরে রাত কেটে যায়
ছাপ পড়েছে মুখে।
মনের গভীরে জল জমেছে
কিছু লাগেনা ভালো।
শরৎ আকাশে মেঘ জমেছে
দাগ কেটেছে কালো।
কদম তলায় পাঁপড়ি ঝরে
আশার বালুচর ।
শেফালি ফুলের স্বপ্ন ঝরে
শিউলি ফোটা ভোর।
স্মৃতির ভাঁজে করুন সাজে
ছলনা আর ফাঁকি।
বাচাঁর নেশায় পাওয়া সাজে
চাওয়া দেয় উঁকি।