অস্থিরতা মুক্তি খোঁজে
দিচ্ছে উকি ভোর।
রাত্রিচরী যুক্তি খোঁজে
যাচ্ছে কেটে ঘোর।
সৃষ্টিসুখে উঠেছে কেঁপে
আকাশ নীলা মেঘ।
বৃষ্টিজলে নিচ্ছে ধুয়ে
বাতাস হারা বেগ।
জোছনা ধোয়া টুকরো চাঁদে
মলিন মৌন হাসিঁ।
ছলনা ছোঁয়া সময় ফাঁদে
বিলীন হলো খুশি।
পাওয়া হলে চাওয়া বেশি
মন হারায় কূল।
আসা যাওয়া স্বপ্ন বুনে
হোকনা কিছু ভুল।
শান্ত হবে একটু পরে
সকল আয়োজন।
ক্রান্ত শবে মাটির ঘরে
অচল প্রয়োজন।