কেন বারেবারে আসে ফিরে
হারোনো সেই স্মৃতি।
রাতের গভীরে ফিরে পাই
পুরানো ওই ভৃতী।
সবার আড়ালে চোখে জল,
পাপড়ি ভিজে যায়।
আকাশে বেড়ায় মেঘ ভেসে,
জোছনা মোহনায়।
চাঁদকে খুজে ফেরা সময়,
বাতাসে ছুটে চলে।
জীবন নিয়তী লেন দেন_
কতকি কথা বলে!
হারানো প্রেম আসেনা ফিরে,
তবুও ইতিহাস।
কখনো সুখ রাখেনি ধরে,
করেছে উপহাস।