ভোরের আলো দিচ্ছে উকি,
প্রহর যাচ্ছে বয়ে।
আঁধারে নিশি দিচ্ছে ফাঁকি,
স্মৃতি যাচ্ছে রয়ে।
গোপন কথা রাতেই ভালো,
সাক্ষী নিরব তারা।
মেঘেরা ঢাকে চাঁদের আলো,
জোছনা পাগল করা।
নিথর পথে হাটেছে একা,
ক্লান্ত বিহীন দেহ।
মনের সাথে হয়েছে কথা,
দেখলনা তারে কেহ।
আকাশ দেখে;বাতাস দেখে,
চোখের বন্ধ ভাজ।
ঘুমের ঘোরে স্বপ্নে দেখা,
নিটল বুকের খাজ।
জীবন চলা; যৌবন বেলা,
হেলায় খেলায় কাটে।
রাতের পর রাত নির্ঘুম,
ছুটছি অচিন ঘাটে।