১
ঈদ এসেছে, ঈদ এসেছে,
তর যে আর সয়না।
নতুন জামা আরো কত কি!
খোকার যত বায়না।
চওড়া দামে কিনেছে জামা,
খুকির বেজায় খুশি।
সেই আনন্দে সাবার মুখে,
ফুটেছে অসীম হাসি।
২
পথের শিশু নয়ন তারা,
কাঁদছে কেবল শুধু।
এবার বুঝি ঈদ হবেনা,
ভাবছে ছট্টো মধু।
প্রিয়া বলছে চলরে বোন,
ভিক্ষা করতে যাই।
টাকা জোগাড় করতে হবে,
ঈদ করবো সবাই।
৩
এই শহরে অনেক ধনী
অনেকে উড়ায় টাকা_
দানের বেলা কেন কৃপণ!
দিতে গেলেই ফাকা?
আছে তোমার অনেক বেশি,
বাড়িয়ে দেওগো হাত।
আপন ভাবো সব শিশুরে,
ক্ষয়িত হবেনা জাত।