নদীর বুকে,
অজানা সুখে,
সূর্য করছে খেলা।
আষাঢ়ে বুকে,
মেঘের মুখে,
রৌদ্র ছায়ার মেলা।
বর্ষা এসে,
ভিজিয়ে দিলো,
উত্তাল দেহমন।
বাতাস এসে,
ভাসিয়ে নিলো,
দুঃখ যত গোপন।
আকাশ নীলে,
পাখিরা উড়ে,
ঢেউয়েরা তোলে সুর।
জলের নীলে,
বালুর চরে,
মোহনা লাগে মধুর।