মেঘ মায়ায়.
আলো ছায়ায়,
কাদঁছে ওই আকাশ।
বর্ষা ধারায়,
সূর্য হারায়,
গোধুলী রঙে বাতাস।
কাদা মাটির,
হল্লা হাটির
খেলায় মত্ত জীবন।
মন অস্থির,
দেবে স্বস্তির,
মুক্তির স্বাধ মরন।
ভুল আভায়,
ফুল শোভায়,
চাওয়ার হলো শেষ।
ভেজা দেহের,
প্রেম মোহের,
পাওয়া ভাবনার রেশ।