সকাল থেকেই সূর্য হাসে
লাগছে ভীষন ভালো।
আকাশ মাঝে মেঘেরা ভাসে
রৌদ্র উজ্জ্বল আলো।
আষাঢ়ে দুপুর শান্ত প্রানে
বর্ষার পেলাম দেখা।
কদম ফোঁটা ঋতুর মনে
জেগেছে স্বপ্নিল রেখা।
আলো ছায়ায় রৌদ্র ময়ায়
ভাবনা তোমায় নিয়ে।
ভালো লাগায় ভালোবাসায়
জীবন রাঙিয়ে দিয়ে।