মেঘলা আকাশ,
হিমেল বাতাস,
পাগল করে মন।
কদম তোমায়,
কোথায় সাজায়,
আষাঢ়ে আয়োজন।
প্রতিটি নি:শ্বাস,
বাড়ায় বিশ্বাস,
শান্তিরা আনমন ।
দিনের বেলায়,
সাঁঝের আলোয়,
বর্ষার আলিঙ্গন।
করছে উদাস,
ভাবছে হৃদয়,
ঝড়ছে সারাক্ষণ।