জেনে রেখো সবচেয়ে বেশি তোমায় ভালোবাসি,
অভিযোগ আর অভিমানে যে আমি বেড়ে উঠি ।
আজকে দেখো বাবা তোমায় ভাবছি খুব বেশি-
তোমার কাছে লিখে দিলাম আমার খোলা চিঠি।
কোথায় আছো, কেমন আছো, জানতে ইচ্ছে করে -
আছো কি ভালো, বাবা তুমি, আমাদেরকে ছেড়ে ?
বাবার স্নেহ সবার আছে;আমার তুমি নাই-
মন মাঝে ক্ষোভ জমেছে;কোথায় তোমায় পাই ?
মনে পরে বাবা তোমার সেই দিনেরও কথা
আমায় কাধে নিয়ে তুমি বলতে মনের ব্যথা
আমার চাওয়া পূর্ন করে দিতে সবার আগে ।
আজকে তুমি কোথায় বাবা , রয়েছো কি রেগে ?
যেদিন তোমায় রেখে এলাম শেষ ঠিকানায়
মায়ের সেদিন প্রশ্ন ছিল রেখে এলি কোথায়?
ছোট্ট সে বোন বলেছিলো বাবা আমার কই
ভাইয়ের মুখে চেয়ে আমি নিরব হয়ে রই
আজো দেখো নিরব আছি চোখের কিনারে জল
নিরব রাতে একলা একা তারায় খোজা ছল
যেখানে থাকো ,ভালো থাকো , থাকো যতই না দুরে -
ছায়া হয়ে , দোয়া হয়ে, আগলে রেখো আমারে......