অঝরে নামছে বৃষ্টি দেখো; কাঁদে আমার সুরে ।
কষ্টে আছি আমি ভিষন;প্রেমের দহনে পুড়ে।
অভিযোগের খাতা মেলে নামো জলেরও মাঝে,
অভিমান যত ধুয়ে যাক খোলা চুলের সাজে ।
অস্থিরতার কুড়ে কুড়ে খায় নি:সঙ্গ এ মনে,
একাকিত্বতা নিরবতা ভেঙ্গে মুক্তি দাও এনে।
ভেজা দেহে অতৃপ্ত হৃদয় করো আমায় ক্ষমা।
বেদনাসিক্ত হাওয়ায় প্রবল দু:খই জমা ।