বাদল দিনে
মেঘলা মনে
চাইছি তোমার দেখা ।
আকাশ পানে
একলা মনে
লুকায় কিরন রেখা ।
মুখের ভাজে
জলের সাজে
হৃদয়ে বাড়ায় ব্যথা।
ভাবনা মাঝে
আধার সাঝে
তবুও হয়না কথা।
চাওয়া আছে
তোমার কাছে
হয়না পাওয়া কিছু।
স্বপ্নেই বাচেঁ
আশার নাচে
তবুও ছাড়েনা পিছু।