নষ্ট মনের কষ্ট দিয়ে লিখে ছিলাম কবিতা,
সেই কবিতা সাক্ষি হয়ে পাপকে দিলো পূর্ণতা
বহুদিনের ক্লান্ত পথিক খুঁজে বেড়ায় আশ্রয়
ভালবাসার ছন্দ পতন করে শুধু অভিনয়।
মনের পাখি তারে ডাকি;কাটছে আমার বেলা
ধরতে গেলে দিচ্ছে উড়াল;করছে আমায় হেলা
সেই পাখির হলুদ বরন মায়াবী তার চোখ
পূর্ণ চাঁদের উন্মাদনায় পাগল করা মুখ।
স্বপ্ন তুলির রঙ্গ ছড়িয়ে আঁকছি তাহার দেহ
জানিয়ে দিও সেই পাখিটার, দেখা পেলে কেহ।
যত্ন করে রাখবো তারে আমার হৃদয় মাঝে
ভালবাসার গল্প বুনে, নিত্য নতুন সাজে।