নদীর জলে
স্বপ্ন এঁকে,
ভাসিয়ে দিলাম বেদনা।
জোছনা ধোয়া
মেঘের বাঁকে,
বন্দি চাঁদের মোহনা।
আকাশ নীলে
আধার ঘিরে,
আলোর জন্য প্রতীক্ষা।
তোমায় নিয়ে
বালুর চরে,
ঘর বাধার অপেক্ষা।
বৃষ্টি এসে
ভেজায় দেহ,
বাতাসেরা মুক্তি চায়।
আশায় বাঁচা
বন্ধ চোখে,
অনুভবে তোমায় পায়।