হাজার রমণীর ভীরে,
তুমি এক অনন্যা।
শতক সুন্দরীর ভীরে,
তুমি রূপসী কন্যা।
তোমার মুখ ভার হলে,
আকাশে জমে মেঘ।
তোমার চোখে জল এলে,
ঝড়ে পরে আবেগ।
সূর্য ভুলে যায় তেজ,
দেখে তোমার হাসি।
রৌদ্র হয়ে যায় মলিন,
যখন থাকো খুশি।
স্বপ্ন বুনে যায় চাঁদ,
তোমার টানা চোখে।
ভালোবাসা মায়ার ফাঁদ ,
পাগল করা মুখে।
ভালোলাগা আছে যত,
ঠোঁটের বাঁকে দোলে।
পৃথিবী থমকে যায়,
গোমড়া তুমি হলে।