সাদা রঙ্গের প্রলেপ মাখা সুন্দরী নও তুমি-
মেঘবালিকা আমার চোখে সব চাইতে দামি।
বাঁকা ঠোঁটের ভাঁজের উপর বিন্দু ফোটা তিল
পাগল করে এই আমাকে, পাগল করে দিল।
কৃষ্ণচূড়ার রৌদ্রছায়ায় ঘামে ভেজায় দেহ,
অপেক্ষার প্রহর কাটে কাছে পাওয়ার মোহ।
বর্ষাবাদল মলিন মুখে ভয়ের চিহ্ন এঁকে,
ভালোবাসার মৃদু ছোঁয়া, আষাঢ়ের এই বুকে ।
এত কাছে তবুও দুরে ভাবনারা দোলা খায়,
খোলা চুল বাতাসে উড়ে সময়ের মৌনতায়।
পাশাপাশি কাছাকাছি দু‘জন হাঁটি কিছু পথ-
মনহীন তোমার অজানা ভালোবাসার রথ ।