হে প্রিয়া, তুমি প্রতিদিন দাও মিথ্যা আশা,
জানি একদিন সে আশা ঠিক সত্য হবে।
তবে সেইদিন সত্য মিথ্যার ব্যবধান;
হয়ত আমার কাছে হবে অর্থহীন,
মূল্যহীন হবে জীবনে সব আয়োজন।
হ্যাঁ রানী, তোমার কঠিনের প্রাচীর ভেঙ্গে;
জানি একদিন আমি ঠিকই পৌঁছে যাবো,
গোপনে তোমার মনের খুব কাছাকাছি।
হয়ত তুমি ছুঁয়ে নিবে আমায় তখন,
সেদিন নিথর হবে দেহের প্রয়োজন।
আজকাল বড় বেশি অন্যরকম লাগে,
বেড়েছে একা থাকার পুরাতন রোগটা।
তবুও রাতদিন শুধু স্বপ্ন দেখছি,
বারবার ভেসে উঠছে তোমার মুখটা।