সমাজের মাথা খেয়ে,
বলিছি আজ নষ্ট ছেলে।
ডোন্ট কেয়ার এদেশে,
কি হবে আর নষ্ট হলে?

নষ্ট হয় প্রতি রাতে,
গোপনে হজ্বীর কাপড়।
বেশ্যা হাট পথ, পথে -
গায়ে পরে উল্টো ফাপর।

ঘুষ যখন পরম চাওয়া,
সরকারের কর্মচারী।
পিয়ন কোঠা পেলেও,
রাতারাতি বাড়ী গাড়ি।

ধর্ম লেবাস যাঁদের-
সততা বড় পুঁজি!
নগ্নতা পুষে রেখে,
লোক দেখানো রুটি-রুজি,
যত সব ভেলকিবাজি;
ভেলকিবাজি।

সারাদিন লোক সমাজে,
পোশাকী ভদ্র খেলা।
রঙ মঞ্চ অভিনয়ে
কেটেছে অনেক বেলা।

রাজনীতি প্রেম মাঝে,
সংলাপ প্রয়োজন।
সংবাদ সংসারে,
সময়ের আয়োজন।