সাদা শরীরের গর্ব তোমার
টানা টানা দুটো চোখ।
চুল যেন বন-বীহারির লতা
অপূর্ব তোমার মুখ।
ফুটন্ত ষোড়শী যৌবন তোমার
আকৃষ্ট করা দেহ।
উন্মাদ করে সবার মন
অজানা সে এক মোহ।
সৌন্দর্য বিলায়ে চলেছ তুমি
মিষ্টি কণ্ঠ-স্বর।
তোমার চরণে লুটাইয়া পরে
প্রতিটি অবুঝ ভোর।
চৌর কপাল জমিনের মাঝে
ছোট্ট একটা টিপ।
হাজার অন্ধকারের সাঁঝে
উজ্জ্বল আলোর প্রদীপ।
তোমার দাঁতে মুক্ত হাসে
গোলাপ ফোটা ঠোঁট।
পায়ের উষ্ণতা ঘাসের মাঝে
শিশির বাধে জোট।
স্বপ্নের মাঝে তুমি
কেটে যায় রাত।
তোমার আশায় ঘুম ভাঙ্গে
আকুলতা তাড়ায় প্রভাত।