দুপুরে সোনা রৌদ্র,
খেলা করে পিচ ঢালা পথে-
অদুর কুয়াশা চাদর মোড়া গ্রাম।
যাযাবর ইঞ্জিন ছুটেছে অবিরাম,
ছায়াতরু কালের নিরব সাক্ষী।
কত কিছু ঘটে, কতকি রটে,
হাইওয়ে সড়কে প্রতিদিন-
খবরের কাগজ কিছু ছাপে,
কিছু আড়াল থাকে চিরদিন।
পাকা ধানের খেতে দোল খায় বাতাস,
বাম গালে তিল ফোটা রমনী -যেন প্রকৃতি
ভরা যৌবন কলম লেখা সময়, ইতিহাস ।
মানবতত্ত্ব বড় অদ্ভুতদর্শন, সাদা কালি লাল বর্ণ
মন থাকে না মনে; রাখেনা ধরে,
স্মৃতিপট তবু আঁকে চিহ্ন।
জাফরান ঠোঁট খোঁজা ভোর থেকে গোধুলি
আঁধারে জেগে ওঠে মোহনা মৃত্তিকারাণী বুকে
নিথর দাড়িয়ে হাইওয়ে চিরাচরি আপনসত্ত্বা ত্যাগে...