পাপ করতে করতে বোধ-এর ওজন বাড়ে
এক অক্ষর যুক্ত তফাৎ-এ উচ্চারিত হয়'নির্বোধ'।
অবক্ষয় বিস্তৃত বর্তমানে শব্দটি যুতসই আ'মাতে
প্রতিবাদী হয়ে ওঠা বুয়েট বুলেটিং হতে কে চায়!
বরং কাপুরুষ পরিচয় দিলে মিলবে না'না পদক।
নি' নির্ভর, ঠিক যেন হাঁটু গেড়ে বসা আয়না সমুখে
রাষ্ট্র ছাপিয়ে বিশ্ব তকমা। এমনটা হতে-ই পারে
তাতে, 'নির্বোধ' যথার্থ। নিবন্ধিত সৃজন চর্চা
উদ্ভাসিত কবি রচে না'না প্রেম; কাম কৌশল
তাতে কবিতা হয়ে ওঠে 'নির্বোধ' বাক্যালাপ...