চৈত্রের খরায় পুড়েছে মানবতা
বৃষ্টিহীন নগরী ধুলো পরা বোধ।
চারদিকে শোষণ লোভ বর্বরতা
নিপীড়িত মানুষের জমেছে ক্রোধ।
মেঘ জমাট আকাশের আর্তনাদ
বাতায়নে বসন্তের বিদায়ী সুর।
স্বপ্ন বরাত নিয়ে নতুন সকাল
সম্প্রীতির বৈশাখ হোক সুমধুর।
বাঙালির মননে জেগে ওঠো প্রেম,
গুনে ধরা সমাজে আসুক তুফান।
বৈষম্য ভেঙে গড়ি সদাচারী দেশ,
এসো হে শান্তি-সাম্য; গাই জয়গান।