নির্লোভ জীবনের দুর্লভ কামতা
আমাকে হতে দেয়নি সতীসিদ্ধ ।
স্বামী বিবেকানন্দ কিংবা লালন
হতে পারবো না;কখনো হতে শুদ্ধ ।
আমি যা, তা-ই সময়ের খড় স্রোতে
যৌবনা পাল তুলে এগিয়ে যাওয়া ।
হয়ত একদিন মধু হবে শেষ,
ভ্রমর বিমুখ ফুলে কিছু চাওয়া।
দেহের মৌনতায় শিল্প খোজা স্রষ্টা
কবিতার জন্ম দেয় পাপের খাতা ।
সেখানে আমার তৃপ্ততা উপলব্ধ
আমি এবং আমার না বলা কথা।।