একটি শিশু জন্মেছিল শত বছর আগে
টঙ্গীপাড়ায় আঁতুড়ঘরে উঠলো যখন কেঁদে
জানতো না কেউ সেই শিশুটি জাতির পিতা হবে
জানতো না কেউ সেই শিশুটি অমর হয়ে রবে
ছেলেবেলা গাঁয়ে লোক খোকা বলে তাকে ডাকত
খোকা যখন মুজিব হলো বাংলার ছবি আঁকত
পরাধীনতা'র শিকল ভেঙে গেয়েছে মুক্তির গান
তাই-তো খোকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
জাতি পিতা স্বাধীনতা সার্বভৌম বাংলাদেশ
এক আঙুলের ইশারা'তে একাত্তরের স্বপ্নাদেশ
পদ্মা-মেঘনা, যমুনা-গঙ্গা নদী ও পাখির সবুজ দেশ
কৃষক শ্রমিক ছাত্র জনতা বীর বাঙালির মুজিব দেশ
মায়ের হাসি বোনের খুশি ভালোবাসার জন্মভূমি
শত বর্ষে অনন্ত অসীম বাঙালির রক্ত প্রবাহ তুমি