মুঠোফোনে ক্ষুদ্র বার্তায়
বাঁজেনি কোন সাইরেন
অফার দিয়েছে ঈশ্বর
সমাপ্ত হবে লেনদেন
শান্তি শপথ নামা হাতে
এসে ছিলাম পৃথিবীতে
শূন্য থেকে মহা শূন্যে যাত্রা
সৃষ্টি ধ্বংস সৃজন মাটিতে
কর্ম-ই নিথর ইতিহাস
লোভ ক্ষোভ ঘৃণা সংশয়
একার সন্ন্যাস চির সত্য
দিতে যে জানে কি তার ভয়?